১.
গত কয়েক দিন থেকে আমি ছটফট করছি, সত্যিকারের কোনো কাজ করতে পারছি না। যে মানুষগুলোকে দেশের মাটিতে খুন করা হচ্ছে, জখম করা হচ্ছে, তারা আমার চেনা মানুষ– পরিচিত এবং ঘনিষ্ঠ মানুষ। টুটুলের ছেলে এবং মেয়ের সাথে তোলা একটা ছবি আমার অফিস-ঘরে বহুদিন থেকে টানানো আছে। দীপন বইয়ের প্রকাশক। বই প্রকাশের কারণে বহুদিন আমার বাসায় এসেছে। [...]
↧